আমাকে আমিই করছি ক্ষত; এটাই চলছে ভবে,
আঘাতে ব্যাঘাতে চলছে নীতি ভাঙিছে নিয়ম তবে।
একের উপরে অন্য রীতি এঁকেছে সবেই নিজে,
ভাবিছে তবেই কেউ আছে; আমার উপরে কাজে?
কেনায় লাভ বিক্রয়ে লাভ শুধুই লাভের খেলা,
লাভের উপরে আছে লাভ ; জানে কে সৃষ্টির লীলা?
সাশ্রয়ে চালাকে চলছে লোকে; যেন নেই কিছু তার,
অফুরান ভান্ডার রয়েছে, তবুই অভাবে সার।
লোকের উপরে আছে লোক, অনেক বড়ই সবে,
আসলে সঠিক আছে কে সে দেশকে চালিয়ে নিবে?


শিক্ষকের আছে মহা ব্রত সুশিক্ষা গড়িবে জাতি,                                                                                       শিক্ষার ব্যবসা ছাত্র নিয়ে; কিভাবে গড়িবে নীতি?
চালাক মানুষ ভালো যদি; খারাপে যুক্ত না হয়,
ভালোর ফলেই ধন্য হয়, বিচারে সঠিক রয়।
নিয়োগে মেধার মূল্য নেই, কিভাবে অফিস চলে?
বকশিস,ঘুষে সবি চলে সততার মূল্য জলে।
মানুষ আত্মিকে হবে যবে; মনুষ্য মোরাই তবে,
মানুষী বিবেকে বয়ে তবে রচিবে পৃথিবী সবে।


তাং - ১৮/১২/১৭