শুদ্ধতা বয়ে দাও সুখী হতে আজ
বিভেদের কালো মেঘ ধুয়ে মুছে সাজ;
সত্যের জয়গান বেজে যায় যেন
সুন্দরে ভরে থাক রুষ্ট সমাজ।


যেখানেই দুর্নীতি- প্রতিবাদী হও
শান্তিও শৃঙ্খলা খুঁজে শুধু লও;
ঘুষ খোর- অপরাধী মানবের চোখে
অবজ্ঞা করে তাকে- সাবধানে রও।


চারদিকে হাহাকার-  বন্ধুর পথ
লোকে আজ ছুটে চলে শান্তির রথ;
দিশেহারা জনগণ নিঃশব্দে কাঁদে
চিত্তের স্থিরতায় কতো অভিমত!


মহামারী বিদ্বেষে কেন আনো দুঃখ
হিংসের যাতা কলে ঢাকে তারা মুখ;
ভালোবাসা মিছে নয় জীবনের তরে
পরহিত কল্যাণে মনে বয় সুখ!


পৃথিবীর খেলাঘরে হরষে কাটাও
যতদিন রবে ভবে মহিমায় যাও;
সততার পাল তুলে পার কর বেলা
পরলোকে- সুখ ভোগে অমৃত নাও!


তাং- ২১/০৮/১৯ ইং