কারিগর গড়ে যান স্বীয়মনে মূর্তি,
তিনি তো জানেন এই সৃষ্টিধর্মী খ্যাতি।
কেউ এসে ভেঙে যায় যতোসব কীর্তি,
ক'জনে স্বীকার করে ধরণীতে রীতি!


সৃষ্টির পালনে কাজ করে যেতে হবে,
প্রজন্ম বাঁচিবে তাতে চিরকাল তবে।
সাজানো বাগান হোক চারিদিকে সব,
ফুলদানি ভরে উঠে শোভনে সৌরভ।


সুন্দর সংসার যেন না হয় শ্মশান,
এই হোক ব্রত তবে মানব কল্যাণ।
ভাঙ্গাগড়া চলে শুধু নিয়মে অধীন,
বিধির বাঁধনে থাক বহমান দিন।


তোমাদের খেলাঘর পাবে পরিত্রাণ,
শ্রেষ্ঠত্ব বিচারে প্রভু রাখেন প্রমাণ।


তাং- ২৯/০১/১৯