আসবেই, সুদিন আসবে
নাগরিকের বাহন হয়ে পালকি দোলানো
নববধূ রূপে হাসিমুখে- সুখ নিয়ে আসবেই।
সাগরের বালুচরে গাঙচিল হয়ে
পথিকের ক্লান্তি নিবারণে সুদুরের শীতল পবন
হয়ে ফিরে আসবেই।
অশান্ত পৃথিবী তার স্নেহময় মমতায়
শান্তির পতাকা নিয়ে এক ছায়াতলে ফিরে আসবেই।


যেদিন আমরা আর কেউ বসে থাকবোনা
কুটিরের অন্তরালে বিধ্বস্ত নরকঙ্কালের বেশে!
থাকবোনা যেদিন স্পর্শতা আড়ালের
সামাজিক কল্পিত দূরত্বে।
থাকবেনা সংক্রমণ- নাভিশ্বাস প্রাণবায়ু
আদান প্রদানের এ বেড়াজাল!


সেদিনের অপেক্ষায় জেগে আছে কত সব যাত্রী !
আবারও প্রাণখোলা হাসি সব দ্বার খুলে দিবে,
খুলে দিবে জননীর অজানা আশঙ্কা;
ফেলে আসা শত বছরের লালন ঐতিহ্য!
আহা! আবার ভরবে বৈশাখী বরণডালা
সময়ের কোলাহল, জনতার জাগরণী মঞ্চ।
উপাসনালয়ে নির্মল আনন্দে সমবেত হবে
বিধাতার শ্রেষ্ঠ উপহার- সেরা জীব।


তাং- ১১/০৫/২০২১ ইং