হঠাৎ করে সুখ; চুপিসারে আসছে,
টের পাওয়া যায়, তাই নাকি ভাবছে।
সুখ ভাবে আমায় কেউ কি যে রাখবে?
নিতান্তই তাই অনুভবে থাকবে।
সময়ের এককে জন্ম তার হয়,
প্র‍য়োজনে মিলবে যেথায় সুখ রয়।
সুখ দুঃখ ভবেতে নিয়মে সেই চলে,
এই ধরায় রবে তার সত্যের বলে।
সুখ থাকে মনেতে টাকা পয়সা নহে,
স্পর্শে নয় তাই; চেতনাতেই বহে।
সুখ থাক লালনে, সুখ চলে পালনে,
ধরে রাখে মননে এই তার চলনে।
সুখী হবে সবাই যদি মানে দুঃখী,
দুঃখী তবে থাকবে পালাক্রমেই সুখী।


তাং -০৮/১২/১৭