স্বাধীনতা এনে দেয় এক মহাবীর,
       বীরের বীরত্ব গাঁথা জাতি রাখে স্থির!
রজনীর ঘনঘোরে শত্রু হানা কতো,
       নির্বিচারে বধ করে শিষ্টজন যতো।


ঘুমন্ত দেয়ালে আঁকে রক্ত লেখা চর,
       নির্মম ব্যথায় কাটে রজনীর ঝড়।
জীবনের মায়া ভুলে দাঁড়ায় বিবেক,
       কে তাঁরে রুখবে বলো? তিনি যে প্রত্যেক!


ডাক দেয় ভাই সব এক হও তবে,
       ঝাঁপিয়ে পড়েছে লোকে- সাড়া দিয়ে সবে।
শপথ গ্রহণ করে এ জাতি আবার,
      স্বাধীনতা ফিরে পায় বিনিময়ে তার!


তাং- ২৬/০৩/২০২১ ইং