তুমি কী-গো?
হেমন্ত বসন্ত সব- তোমার দুয়ারে,
মাছরাঙা রঙে তোমার বাহার!
সবার সুড়ঙ্গ পথ ধরে গান গাও,
আবার; মাহেন্দ্রক্ষণ ভুলে যাও!


আজন্ম তোমার কথা
ভেবে ভেবে নাকাল হয়েছি।
প্রতিদিন এই পথ ধরে চলাচল,
কতো উপদেশ আর নীতি কথা বলো!


অথচ হাটের দিন তুমি ভুলে গেলে
আজ হাট বার ছিলো!
এমন আনন্দঘন দিন
ক'দিনই-বা আসে বলো!


আগুনের তেজে পুড়ে পুড়ে সব শেষ,
যে যাই বলুক-
আমারও সেই আগুনে পুড়তে ইচ্ছে হয়!


তাং- ১১/০৬/২০২০ ইং