আমার না হয় চালচুলো নেই
তোমার কেনো অগাধ ছিলো নাকো,
আমার না হয় দৈন্য দশা
তোমার সুখে ভাটা পড়লো দেখো!


তুমিই শুধু সুখে থাকো
অন্যেরা সব থাক না দুঃখে যতই,
নিয়ত যে ভাবনা তোমার
পরাভূত হবে দ্রুত ততই!


অভাব বোধের স্বভাব যেন
গেলো না আর এই জনমে তোমার,
ধন্য রাজার পুণ্যভূমি
ছারখারে আজ করলে একাকার।


এ ডাল ভেঙ্গে ও ডাল গড়ো
স্বভাবতই নিত্যদিনের খেলা,
পড়বে যে দিন আপন গর্তে
বুঝবে সেদিন একূল ওকূল ঠেলা!


তাং- ০৭/০৬/১৯ ইং