তোমাকে সতর্ক করে
বাঁচাতে চেয়েছি এই মর্তলোকে,
নিজের সন্দেহ সৃষ্টি
প্রতিনিয়ত সংকেত দেয় শোকে!
সৌভাগ্যের পুত্রেরা
অতিশয় সাহসের ভান ধরে,
সংকল্পে অটুট থাকে
পথের কাটারা সব গেছে ঝরে!


তবু অসাবধানের
রাজপথে নিরাপদে থাকা ভালো,
উদাসীন পথিকের
বিপদ আশঙ্কা অনেক জোরালো।


রাক্ষসের বিচরণে
অনিশ্চিত হয়ে পড়ে রাজপুরী,
সভ্যতার নিদর্শনে
ধ্বংস করে অস্তিত্বের স্বপ্ন চুরি।
কে কাকে বাঁচাতে পারে
রক্ষা কর্তা স্বকীয়তায় ভাস্বর।
দুষ্কর্মীর আনন্দের
ঘুম চুরি হবে অতীব সত্বর!


তাং- ২৪/০৪/১৯