সবুজ শ্যামল আজি প্রকৃতিকে ঘিরে,
যেদিকে তাকাই দেখি সতেজের ভিড়ে।
নীলাকাশে বিভাবসু লুকিয়ে চেহারা,
দিনকে করেছে চুরি মলিন মেঘেরা।


পাহাড়ের মতো মেঘ ছোটাছুটি করে,
শ্রাবণধারায় যেন থেমে থেমে ঝরে।
চারিদিকে ভরে আছে স্বচ্ছ সলিলে,
মাছরাঙা ধ্যাননেত্র শিকারেই বিলে।


লাউয়ের ডগা যেন বাতাসে দুলিছে,
মাচার উপরে এরা শীঘ্রই বাড়িছে।
উঠোনের ঘাসগুলো সবুজ সতেজে,
সখ্যতায় ঝিঙেলতা জড়িয়ে আমেজে।


বাতাবিলেবুর ঘ্রাণে বাতায়ন পাশে,
ভ্রমরা গুঞ্জন করে ফুলে ফুলে আসে।
অপরূপ সাজে যেন প্রকৃতি সেজেছে,
বর্ষার মহিমা তারি দাপিয়ে চলেছে।


তাং- ১৭/০৮/১৮