আমারও সাধ জাগে সুযোগ পেলেই
শুধু প্রতিরুদ্ধ হতে,
সারাজীবন কতোটা অত্যাচার নিয়ে
বেঁচে থাকি রাজপথে।
কতো পরিশ্রমে এই দেহ তিলে তিলে
ক্ষয় হয়েই চলেছে,
যতোসব চলমান সংঘর্ষ আঘাতে
প্রকৃতিই সাক্ষী আছে।
যন্ত্রের চালিকাশক্তি- তাই নিয়ন্ত্রণে
বৈপরীত্য রয় বটে,
আইনের কথা বিজ্ঞানের কাছে তুচ্ছ
বলে অঘটন ঘটে!
দিন দুই অনশনে ছিলাম বলেই
চিত্রাঙ্কনে ব্যস্ত বেলা,
আমার লাভের আর কিছুই কি হলো
ভুক্তভোগী বুঝে ঠেলা!


তাং- ৩০/১০/১৮