সুস্বাস্থ্যের জন্যে শরীরচর্চা বড়ই জরুরি,
সব পদার্থের একটা মুখ্য অনুষঙ্গ চাই...
জীবের শ্বাসপ্রশ্বাসে অক্সিজেন লাগে,
মানব মনেরও পরিতৃপ্তি লাভে
এমনই ভালো বন্ধু অতি প্রয়োজন।


পাকস্থলী- ক্ষুধার উদ্রেক নিবারণে
আহার্য দ্রব্যই একমাত্র খোঁজে,
চিত্তের পরিতৃপ্তিতে হাজারও চিত্তাকর্ষক-
বড়জোর ক্ষণিকের সন্তাপ মিটাতে পারে;
তবে মনকে জাগ্রত করার পরিপূর্ণ মাধ্যম নহে...


মনের ক্ষুধা নিবৃত্তিতে বই শক্তিশালী বন্ধু,
যা শুধু জ্ঞানের আলোয় ভরিয়ে মনের
পরিপক্কতা আনয়ন করে।
জ্ঞানপিপাসা- মেটাতে পারে জীবনের
যতোসব দুঃখভারাক্রান্ত গ্লানি!


কবিতা চিত্তকে প্রভাবিত করে-
নিয়ে যায় ভাবনার দুনিয়ায়,
পার্থিব আনন্দ লাভ না হলেও আত্মতৃপ্তি
যেন এক অজানা শক্তির উন্মেষ ঘটায়।


জ্ঞানী গুণীরা বইয়ে আত্ম পরিতৃপ্তি
অন্বেষণ করে বলে- আপন আলোয়
জাগতিক সুখ-দুঃখ অনুভব করে!
সভ্যতার জ্ঞান সাগরে ডুব দিতে
সত্যিকারের সুহৃদ- বইয়ের
বিকল্প আর কিছু হতেই পারে না!


তাং- ২৮/০১/১৯