এই ফেব্রুয়ারি- লাল পলাশের বনাঞ্চল,
এই ফেব্রুয়ারি- কৃষ্ণচূড়ায় ছড়ানো ছিটানো
রক্তের চাদরে বাংলা মায়ের আঁচল।
এই ফেব্রুয়ারি- প্রতীক্ষায় থাকা মায়ের আকুতি,
যতনে লুকিয়ে রাখা নতুন ধানের খই-মুড়ি।
এই ফেব্রুয়ারি- ছেলে ফিরে না আসার কান্না,
মমতাময় ছেলের পছন্দ করা খাবারের রান্না।


এই ফেব্রুয়ারি- মায়ের শোকজয়ের মাস,
কানে বাজে সারাক্ষণ ভাষা আন্দোলনে
হারিয়ে যাওয়া ছেলের কণ্ঠস্বরের আভাস।
এই ফেব্রুয়ারি- শহীদ মিনারে শহীদের প্রতিচ্ছবি,
সকলের ভালোবাসায় সৃজিত কবিতার কবি।
এই ফেব্রুয়ারি- বর্ণমালা জয়ে শিশুর প্রথম বুলি,
বিশ্বেজয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় পথ চলি।


তাং- ১১/০২/১৯