তোমার শক্তির প্রভাব কোথায়...?
ক্ষমতার ব্যবহার বলো
আর সম্পদের পরিমাণ;
থমকে যায় এক নিমিষেই!


পালানোর পথ বুঝি রুদ্ধ হয়ে যায়
সময়ের সূক্ষ্ম এক ফোঁড়ে!


পারমাণবিক শক্তি বলো কিংবা
রিমোট কন্ট্রোল কিছুই যায় আসে না...
সবকিছুরই যেন এক নিরবতা আজ!
অদৃশ্য এ এক শক্তি-
প্রকৃতির কাছে অসহায় আরও কত কী...
অশনি সংকেত বুঝি দিকে দিকে!


স্তব্ধ তাবৎ দুনিয়ার- বে হিসেবী জীব;
যদি কৃপা পায় স্রষ্টার চলন্ত
ভারসাম্য থেকে!


ভরসায় হাত দাও-হে প্রতিপালক!
জীবন ও হেতু তোমারই সব!


তাং- ০৪/০৩/২০২০ ইং