অনন্তকাল জেনেছি সত্য-ই সুন্দর,
যতক্ষণ আস্থা ছিল চিত্ত ভরা সুখে!
অভিনব বোধ বলে জান কী কদর-
এতকাল যা জেনেছ সব বৃথা দুঃখে!


প্রতিকুল প্রতিভার জোয়ারে আদর,
স্বকীয় অজানা শক্তি প্রদর্শন রুখে!
দুর্বিনীত বুদ্ধিবলে প্রয়োগ অন্তর,
ধন্য হবে চিরকাল ইহলোক চুকে।


আপনা স্বার্থের যুদ্ধে- মগ্ন থাকি সবে,
প্রতিদান প্রতিশোধে ফন্দি আঁটে শেষে।
মিথ্যেগুলো শুধু বলো- সেজে গুজে তবে,
সত্যতা থাকুক ভুলে নব্য প্রাণে হেসে।


দিন শেষে সত্য হবে শুভ সূচনার,
ভব তরী পাড়ি দিতে সঞ্চয়ে সবার!


তাং- ২০/০৭/১৯ ইং