সেদিন একটি আহবানে সকলেই ঐক্যবদ্ধ,
একটি ঘোষণায় উজ্জীবিত এ জাতি।
বিরোধীরা শুধু সর্বনাশে ওত পেতে আছে
স্বপ্নের বাগান তছনছে মেতে থাকবে বলে।
ক্ষণিকের বৃথা দুঃস্বপ্ন বুননে মেতেছিল
তারা গণহত্যাযজ্ঞে।


ভ্রান্তিতে কখনো কি দুঃস্বপ্ন জয়ী হয়!
অনৌচিত্য পথ দিকভ্রান্ত হবে স্বাভাবিক।
অধিকার বঞ্চিত মানুষ কখনোই মাঠ ছেড়ে
পালাই না- শেষ রক্তবিন্দু থাকতেও!


স্বাধীনতা কামী জীবনের মায়া ত্যাগে
সুখবোধ খোঁজে পরাধীনতার শৃঙ্খল ভেঙে।
রাতের অন্ধকারে কি সব লূট করা যায়!
ভোরের আলোয় অমানিশা দূর হবে,
জীবন জীবনের নিয়মেই চলবে।


ইতিহাস কাউকেই ক্ষমা করে নি বলেই
সোনার বাংলা স্ব গৌরবে মহিমান্বিত।
কুখ্যাত অপারেশন সার্চলাইটের- 'কালরাত্রি'
জন্ম দিয়েছিল- নতুন ভোরের রাঙা আলো।


তাং- ২৫/০৩/১৯