হারিয়ে গেল পলাশ-শিমুল
হারিয়ে গেল কানন,
হারিয়ে গেল দূর্বাদলও
সবুজ বনায়ন।


হারিয়ে গেল মায়ের সন্তান
বর্ণমালার তরে,
হারিয়ে গেল ভাষা সৈনিক
ভাষা মুক্ত করে।


হারিয়ে গেল পথিক কোথা
ফিরল না আর ঘরে,
হারিয়ে গেল ভাইটি তাহার
অমর স্মৃতির পরে।


কত মাটি সিক্ত হলো
রক্ত বন্যা বয়ে,
ফেব্রুয়ারি ধন্য আজি
একুশ স্মৃতি হয়ে।


হারায়নি আজ প্রথম বুলি
হারায়নি তার মান,
হারায়নি আজ মাতৃভাষা
হারায়নি সম্মান।


তাং- ০৭/০২/১৯