ভাবনাগুলো ভাবাই মনে ফেলে আসার স্মৃতি,
কতো জনে জীবন দিল মাতৃ ভাষার প্রতি।
ভাষা দিবস আসছে জেনে তৈরী সবাই থাকে,
নানা কাজের ফর্দ নিয়ে আটই ফাল্গুন আঁকে।


মায়ের মুখের ভাষা যখন কেড়ে নিতে চাই,
বাংলা মায়ের ছেলেরা সব গর্জন করে তাই।
তাদের বুকের তাজা রক্ত দেয়নি শুধু ঢেলে,
বাংলা ভাষা রক্ষা করার শপথ নিলো বলে।


শহীদ মিনার স্মৃতি হয়ে জেগে আছে ভবে,
প্রতি বছর ফুলে ফুলে স্মরি তাকে সবে।
জব্বার সালাম বরকত রফিক স্মরণ তাদের করি,
জীবন দিলেন ভাষার তরে পিছপা হয়নি ডরি।


তাং- ১০/০২/১৮