বিনা তারে বাজে সেতার
যখন বসে ভাবি,
কেমন তোমার লীলা খেলা
অস্থিরতা সবি।


উড়তে গেলে মন পড়ে রয়
মোহ মায়ার জালে,
আটকে থাকে কোথা যেন
চিত্ত খানি হালে!

শূন্য গগণ হয়-তো উদার
দেখতে যদি চাও,
নীল আকাশটা আচ্ছন্ন হয়
কালো মেঘে তা-ও!


হাসতে যখন যাও গো তুমি
কান্না ডেকে বলে,
আমায় ছাড়া মুক্তি কোথায়
সৃষ্ট ধরা তলে।


এ-তো জগৎ সত্যি জেনো
বাঁচবে যতক্ষণ,
আষ্টেপৃষ্ঠে তারই মাঝে
থাকবে ততক্ষণ।


তাং- ১৮/০৮/২০২০ ইং