অভ্যন্তরে যার যত ধারণ-রক্ষণ,
পরিপূর্ণ ফল লাভে অতি শ্রেষ্ঠ জন।
বিধাতার কৃপা দৃষ্টি কেউ যদি পায়,
অন্তর্দৃষ্টি ভরে যায় তাঁর ইশারায়!


বীণাপাণি- কণ্ঠে মা-গো! রাখো শুদ্ধাচার,
জ্ঞানদায়ী তুমি বিনা; কোথা পাই সার!
বীণাপুস্তকধারিনী, দেবী শ্বেতবর্ণা,
মহাশ্বেতা, বাগদেবী তুমি মা অনন্যা।


সত্ত্বগুণ নিয়ে আসে তাত্ত্বিক ফসল,
তমোগুণ দূর করে; ভাগ্য শতদল।
রামায়ণের বাল্মিকী মরা হতে রাম,
অভীষ্ট লক্ষ্যের তরে তব কৃপা ধাম!


গুপ্ত বীজ বুনে যিনি, তিনি-তো অধরা,
জননীর দয়া লাভ মহা ভাগ্যে গড়া!
জ্ঞানরূপ শক্তি দাও- মনুষ্য অন্তরে,
পৃথিবী জাগ্রত হোক শুভবুদ্ধি ভরে।


তাং- ৪/২/২০২২ ইং