পিছু এক ছুটে চলে আনন্দ-বেদনা,
মনের লাগাম সাধ খেলেছে আপনা।
বেঁধে রাখা কষ্ট এর ক্ষণেক সময়,
অতি দ্রুত বেগে চলে
সবখানে লয়।


একখানে রাখে শুধু জীবন্ত চলন,
অন্যখানে বাঁধ সাধে ক্ষিপ্ত সমাপন!
এ খেলা অনন্তকাল বয় অবিরত,
উত্তরণে নরনারী
করে যায় ক্ষত।


নিয়ন্ত্রণে মহাযোগী বিলীন সতত,
পারে না দংশিতে তাঁরে ঐ যান মদত।
বর্তমানে স্থিত রাখা যায় যদি তারে,
মন তব বলে যায়
অবিচল দ্বারে।


তাং- ২৯/১১/২০২০ ইং