পৃথিবীতে রেখে গেল যারা শস্য দানা,
অমৃতবাণীর বীজ;
আজীবন জপে যাবে সে বীজ- উত্তরসূরি!


তোমাকে পাওয়া যাবে না জানি
তবু খুঁজতে থাকি ভাবনায়,
অনেক অনেক দূরে, আরো কতো
গভীরে যখন দেখি শুধু কল্পনায়,
স্পষ্ট তুমি, ঐ আকাশে ধ্রুবতারা যেমন!


তোমার, তোমার স্মৃতি পরিষ্কার ভেসে উঠে
নয়ন সম্মুখে- সচিত্রে প্রতিটি অঙ্গ।
সেই ছোট্ট বেলা দেখা পরিস্ফুট অবয়ব
চোখের ও মুখের স্মারক চিহ্ন,
অঙ্গুলির কমনীয় কারুকাজ,
অনন্ত পৃথিবী জুড়ে ছিলে শুধু তুমি।
সেদিন যেমন ছিলে
আজও স্মৃতিতে তুমি একই রয়েছ!


শ্বেতকায় ধুতি পাঞ্জাবির পবিত্র সৌষ্ঠব;
আস্থাশীল ভাবে দেখে যায় সেই তিথি
ঊনিশশত নব্বই
কৃষ্ণা চতুর্দশী!


তাং- ২৫/১১/১৯ ইং