সকাল বেলায় সূর্য- উঠে পূর্বাকাশে,
ভাবুক লোকটি ভাবে বসেই উদাসে।
কর্মজীবী যায় কাজে দেখে চেয়ে চেয়ে,
রাখাল বালক চলে মাঠে গরু নিয়ে।


বিদ্যার্থী যায় যে পাঠে তড়িঘড়ি করে,
জেলেরা ছুটেছে তার মাছের শিকারে।
ভাবনার ভেড়াজালে ভাবুকের মন,
সময়ের গতিবিধি চলে ক্ষণে ক্ষণ।


পৃথিবীর ঘূর্ণনেতে দৌড়াচ্ছে মানুষ,
কিভাবে তাদের দিন চলেই বেহুঁশ।
সারাদিন বসে ভাবে একলায় উদাসে,
আদিম যুগের থেকে এখন বিলাসে।


রকেটেতে চড়ে মোরা যায় ভিনগ্রহে,
কত কি আর ভাবনা অধীর আগ্রহে।
ভেবে ভেবে সন্ধ্যা নামে মনের ভেলাতে,
ভাবনায় যাবে তবে সবি কল্পনাতে।


তাং -২৮/১২/১৭