ভালো থাকে ভালোতে,
খারাপ থাকে খারাপে।
মিষ্টি ফলে পোকাতে,
টক ফল থাকে অক্ষতে।


ভালোর কষ্ট সপিতে,
ফায়দা লুটে খারাপে।
এমনি চলে অল্পতে,
ধৈর্য্যের বাঁধন সহ্যতে।


ভালো থাকা যার উপর,
খারাপ থাকা তার কাছে।
বেলাশেষে হিসেব হয়,
কর্মফলের নিয়তে।


উচিৎ সবার ভালোতে,
সব দিকেতে মিলিয়ে।
নিয়ম নীতি টিকিয়ে,
চলুক সবে জিতিয়ে।


তাং - ১২/১০/১৭