সাজানো সভ্যতা বেঁচে থাকতে চেয়েছিল,
তবু কেন জানি অশনির ছোঁয়া!
কর্মে হোক আর পুণ্যে,গড়ে উঠে স্বর্ণ চূড়া;
এখানেই কারো শক্তি, কারো বুদ্ধি ও বিজ্ঞান!
যৌথ আদালত আঁকে স্বপ্ন সিঁড়ি;
কেউ করে চাষ, কেউ মহাকাশ!
কেউ অণু, পরমাণু নিয়ে ব্যস্ত
কী হবে এ সবে- সভ্যতার সাময়িক হাসি মাত্র!
যার খেলা সেই-তো খেলাচ্ছে;
দ্বিতীয়, তৃতীয় শক্তি অহেতুক মশগুল!
জন্ম, সৃষ্টি যার সেই জানে-
ভাঙা ও গড়ার খেলা কার?


তাং- ১৯/০৩/২০২০ ইং