ঐতিহ্য ও ধ্বংস আজ মানবের খেলা,
করিবে কি রক্ষা সেই ভুবনের লীলা?
চলিবে ভাংগন তবে পুরনোর স্মৃতি,
গড়িবে নতুন সেই ভবেরই নীতি।


পুরনো সংস্কার সব বিনষ্টতে মাতি,
লেগেছে মানব তব ধ্বংস করে অতি।
আঘাতে আঘাতে আজ ছারখারে শেষ,
মাতিছে অনিষ্টে তাই নিশ্চিহ্নতে বেশ।


মানুষে মানুষে ক্ষত সর্বদা করিছে,
এভাবে মরিবে তাই বিনাসে ধরিছে।
পৃথিবীতে সব রবে যেভাবেই আছে,
মানুষ রবে না ভবে কেন খেল মিছে?


মানব মাতিছে আজ ধ্বংসে অহর্নিশ,
প্রকৃতি করিবে তার বিচারেই শেষ।
ধ্বংসের খেলায় মাতি প্ররোচিত করি,
মনুষ্যত্ব আছে মোর ভালোতেই নড়ি।


তাং -২৭/১২/১৭