এক এক করে
গিলে নিলে শঙ্খ নদের জল,
শঙ্কা নিয়ে বেঁচে থাকে বাকী সদলবল!
কারো বুকে
ব্যথাহত কারো বুকে খেলা,
কেউতো আবার ছুঁয়ে দেখে অনাহুত বেলা।


চিন্তা মণি
পুঁতে রাখে শতশত বীজ,
চিত্ত রসে আঘাত হানে দূর করে সজীব।


নিরূপকে
জানে সবি ছকে আঁকা তার,
তত্ত্বদর্শী তত্ত্বদানে রাখে অভিসার।
বিলাপিনী
বিলাপ করে শঙ্কিত মননে,
তেমন কিছু নয়তো কোনো সদ্য জাত সনে!


তাং- ২৩/১১/২০২০ ইং