মানুষে মানুষে
কতো ভেদাভেদ
এদিক-ওদিক সবখানে,
দিকে দিকে আজ
বয়ে চলে সব
সাম্যবাদের অবসানে!


চন্দ্র-সূর্য
আলো দিয়ে যায়
নিরবধি যেন ভব পারে,
বায়ু বয়ে চলে
শান্ত কাননে
তোয়াক্কা কার- ধার ধারে?


প্রকৃতি সবারে
সমান ধারণ
করে নিজ হাতে- গড়ে তার,
সেরা প্রাণী যারা
করে না পালন
শিক্ষা-দীক্ষা সব যার!


তাং- ২২/১১/১৯ ইং