কথা ছিলো তুমি এই পথেই আসবে,
কপালের দুই ভ্রুর মাঝখানে বড়ো টিপ;
দুই কপোলের মুচকি হাসির টোপ,
যেন সেই আগের মতো থাকবে।


মেঠোপথ ধরে এই পথে যাবে বলে
অপেক্ষায় থাকি অধীর আগ্রহে;
সবুজের বৃক্ষতল ভেদ করে আঁকাবাঁকা
সোনালি ধানের মাঝপথ ধরে;
তুমি আসবে বলে চেয়ে আছি ঐ পথে।


যতক্ষণ কল্পনায় তোমাকে দেখেছি
ভাবে মন তুমি সামনে দাঁড়িয়ে;
এক বুকভরা ভালোলাগার স্মৃতিচারণ
করেই চলেছো নির্লিপ্ত হৃদয়ে।


পরনে তোমার শাড়ীর আঁচল
কোমল বাতাসে দোলা দিয়ে সখ্যতায়
বিভোর হরিৎ ঘাসের আলিঙ্গনে।
সদ্য ফোটা কাশফুল যেন দোলা দিয়ে
ডাকছে তোমাকে বরণ করবে বলে।


তোমার আসার প্রতীক্ষায় ঐ পার্কের
বেঞ্চগুলো এক কাপ চায়ের আড্ডায়
ক্ষণিক প্রহরে ন্যস্ত।


জানি তুমি শীঘ্রই আসছো এই পথে,
ভুলে যাওয়া পথ তোমাকেই চেয়েছে বলে
অন্তহীন প্রতীক্ষার অন্বেষণ চলে;
হৃদয় দিগন্ত উন্মোচন রথে।


তাং- ২৯/০৮/১৮