মা, মা আজকের রাতটা একটু
আমাকে আশ্রয় দিবে,
কাল ভোরের আগেই উঠে চলে
যাবো দূরের যাত্রায়।


জানি না আমার পত্নী-সন্তানের
সাথে দেখা হবে কিনা!
তবুও কথা দিয়ে এসেছি কোন
এক সকালে ফিরে আসবো।


কে তুমি আমায় মা বলে ডাকলে
এতো রাতে এই অসময়ে?
মা আমি-তো একজন মুক্তিযোদ্ধা
শত্রুপক্ষকে ঘায়েল করি।


এই যুদ্ধে আমাদের জয়লাভ
করে দেশ স্বাধীন করতে হবে,
মায়ের সম্মান বাঁচাতেই হবে
এই আমার প্রতীজ্ঞা।


বিশ্বাস করো মা যদি বেঁচে থাকি
দেখা হবেই এই বাংলায়,
যদি হেরে যাই তবে স্মৃতিসৌধে
অমরত্বেরই স্তম্ভ হবো!


এসো! স্বাগতম এইতো আমার
বীর মুক্তিযোদ্ধা ছেলে,
বেঁচে থাকো! সমর জয়ের স্বপ্ন
কি কখনো পরাজিত হতে পারে!


আমরাও প্রতীক্ষায় রইলাম
বীর সন্তানের আত্মত্যাগ,
স্বাধীকার আন্দোলনে শত্রু পরাভূত
করে জয়ের পতাকা ওড়াবেই!


তাং- ১৫/১২/১৮