বাগানে ফুলেরা বুঝে,
প্রিয়ার অন্তর কেন কাঁদে?
বুঝে নেয় বেদনায় ভারাক্রান্ত হৃদয়ের কথা।
দুঃখে খসে পড়ে তাদের অঝরা বৃন্ত থেকে,
প্রিয়ার কষ্টের ব্যথা তার মনে রয়ে যায়।


বনের দোলানো লতা পাতা স্থির হয়ে থাকে,
বাতাসে তাদের সুখের দোলানোতে মন যে নেই।
তাদের পাতায় ঝিমুনি ধরে গেছে প্রভাতে,
প্রিয়াকে ভালোবাসে তারা।
প্রিয়ার কষ্টের ভাগ নিতে চাই!


উড়ন্ত পাখিরা চেয়ে দেখে প্রিয়ার ঐ আর্তনাদ,
বেদনার অশ্রু মুছে দিবে বলে;
প্রবল আবেগে ছুটে আসে।
সান্ত্বনা জানাবে তাদের মমতা দিয়ে।


ফুল,পাখি সবাই জানতে পারে প্রিয়া
হৃদয়ের আবেগময় মন;
শুধুমাত্র প্রিয়জন বুঝল না প্রিয়ার কষ্টের
আহত হৃদয়খানি।
এই মনের গভীরে বসন্তের আগমনে
যে ভালবাসা দিয়েছিলো- ফুলের কলি হয়ে,
ফুল ফোটাবেই বলে!


তাং - ২০/১২/১৭