বিশ্বাস অবিশ্বাস
উত্তম রায়
24-07-2021


আমার দিন আসে দিন যায়
বিশ্বাস অবিশ্বাসের ভাবনায়
মনে নেমে আসে হতাশা বিষাদ
সম্পর্ক ভেঙে যায় প্রতারণায়
মনের মানুষ বদলে যায় প্ররোচনায়


মনের ধারণা কি আর ভুল হতে পারে
মনের কথা কি আর মিথ্যা হতে পারে
এতদিন বন্ধু বলে ভেবেছিলাম যাকে
সে কোনো দিন কি বন্ধু হতে পারে
সন্দেহের থেকে মনে হয় অবিশ্বাসের


আমার গুরু আমায় শেখায়
কিভাবে আর বিশ্বাস করা যায়
দুদিনের দুনিয়ায় কেউতো কারো নয়
কৃতজ্ঞতা মানবিকতা আজ কোথায়
অন্ধের মত কি আর বিশ্বাস করা যায়


বিশ্বাস কি আর একদিনে অর্জন করা যায়
সততা মুল্যবোধ থেকে বিশ্বাসের জন্ম হয়
বিশ্বাস মানুষকে করা যায় একবার
বিশ্বাস ভেঙে গেলে একবার
আর করা যায় না বিশ্বাস বারবার