আমাদের চেনাকাটা শিব মন্দিরে
বাবা খুবই জাগ্রত
মন্দিরে বসে প্রার্থনা করি
বাবা তুমি রক্ষা করো


কোথায় যাবো কি দেখব দুনিয়ার
চোর ডাকাত আর মাতাল সবাই
হাট বাজারের গলি আর দোকান
নেই তো বসতবাড়ি
কেউ নেই আমার আপন


সাধু সঙ্গ খোল করতাল কীর্তন
শ্রাবণ মাস বাবার পূজো একমাস
শিব মহাপুরান, ভগবৎ পাঠ, ভজন
তুমি পালন করো
তুমি রক্ষা করো


তুমি অভয় দেও
      প্রভু দেবাদিদেব মহাদেব
সংহার করো পাপাচার
      হর হর মহাদেব


তুমি সর্ব ভূতের ঈশ্বর
অল্প জল বেলপাতাতেই তুমি তুষ্ট যে হ‌ও
তুমিই শক্তি দেও
তুমিই মুক্তি দেও
        ________