আমি শুধাই আমার গুরুর কাছে
সততা কি জিনিষ কিভাবে মেলে
সততা কি আর গাছে ফলে
সততা কি আর দেখা যায় মানুষে
সততার কি আর মুল্য মেলে জগতে


যেখানে রাস্তাঘাট হাটবাজার সর্বত্র দেখি
দিনের আলোয় চুরি ডাকাতি রাহাজানি
চলেছে বিক্ষোভ ভাঙচুর নাবালিকা ধর্ষণ
দেখি দিন দুখি অসহায় মানুষের শোষন


আমার গুরু শেখায় আমাকে
শুধু লোভ লালসা স্বার্থ ত্যাগে
সবাই হয়ে যায় না সৎ চরিত্রবান
সদা হতে হবে গুরুর প্রতি নিষ্ঠাবান
গুরুর আদর্শে দীক্ষিত হয়ে সদা সত্য পথে
চলতে হবে আজীবন অবিচল মনে
গুরু শেখায় আত্ম সম্বরণের উপায়
গুরু শেখায় মানুষ জীবন অজেয় অক্ষয়
গুরু শেখায় সৎসঙ্গে হয় সৎ মতি
উত্তমে হয় অধমের গতি


আমার গুরু আমাকে শেখায়
ভক্ত মনে হয় সততার উদয়
ধরে রাখতে পারলে গুরুর মান
ভক্তিভরে পুজিলে গুরুর শ্রী চরন
তবে ধন্য হয় গুরুর জীবন সাধনা
ভক্তের সততাই হয় গুরুর গুরুদক্ষিণা