আমি এক পরিযায়ী শ্রমিক পোশায় রাজমিস্ত্রি
উঁচু উঁচু অট্টালিকা ইমারত গড়ি পাই মজুরি


আমি আজন্ম এক পরিযায়ী শ্রমিক
মাথার ঘাম পায়ে ফেলে
পরের ঘর বানাই সযত্নে
আমি তো সেই ঘরের মালিক ন‌ই
সেই ঘরেরও মালিক তিনি
আমার আসল মালিক যিনি


আমি পাড়ি দিয়েছি ভিনরাজ্যে সুরাটে
ভিনরাজ্যে পরের ঘরে আমি থাকি ভাড়াটে
কোনদিন জানি হবে ঘর ছাড়তে
আমার যে কেহ স্বজন বন্ধু নাই


আমার ঘরের মালিক যিনি
আমার মাথার মালিক তিনি
বর্তমানে তার ঘরে আমি আপন ভেবে র‌ই
তবু আমার আপন বলে কিছুই নাই