আমি আর কি চাইতে পারি
      তোমার চাঁদ মুখ একটু খানি দেখতে
আমি আর কি চাইতে পারি
      পাখির সঙ্গে একটু কথা বলতে


আমি আর কি চাইতে পারি
      কথা বলে যদি একটু শান্তি পেতাম
নদী পাড়ে শান্ত বিকেলে পাশাপাশি
      জলের মত ভেসে যেতে পারতাম


নদীর জলে যদি বুক ভিজে যেত
      যদি বৃষ্টি আমাকে ভিজিয়ে দিয়ে যেত
তবুও একটু শান্তি পেতাম
      নদীর পাড়ে ঘুমিয়ে যেতে পারতাম


কিভাবে আর বোঝাতে পারি
      উদাসী মনে ভাসে কত স্মৃতি
সারা বিকেল নদী পাড়ে বসে থাকি একা
      নদী আমার জন্য ‌থেমে থাকে না
                   --------