আগের মত আর নেই আমার পৃথিবী
তবু পৃথিবীর কথা ভাবছে না কেউ
সবুজ সমারোহ উঁচু উঁচু মহীরুহ
আর দেখা যায় না সুবিশাল বটবৃক্ষ
এভাবেই সুন্দর পৃথিবী হবে ধ্বংস
তবে কি মহাপ্রলয় আসন্ন এবার


আর নেই নিবীড় শীতল ছায়া বৃক্ষতলে
আর দেখা যায় না বন্য জন্তু আদিম প্রকৃতি
আদিম গুহাবাসী মানুষ গুহা ছেড়েছে কবে
জঙ্গল কেটে পাহাড় কেটে গড়ে উঠছে বসতি
তবে মহাপ্রলয় হবে যেদিন সেদিন
সেদিন তাহা জানতে পাবা


আগের মত আর নেই আমার পৃথিবী
আর নেই দেদার বিশুদ্ধ অক্সিজেন খাটি
বোমার বারুদ আর রাসায়নিকে বিষাক্ত বায়ু
আর তেমন নেই পানীয় জল বিশুদ্ধ
আবার যেদিন হবে মহাপ্রলয় সেদিন
সেদিন হবে জীবনের দহন


যেমন ভূমিকম্পে কেঁপে উঠছে পৃথিবী
গলছে বরফ গলছে হিমবাহ বাড়ছে জলস্তর
উঠছে জেগে সুপ্ত আগ্নেয়গিরি আবার
আসছে প্রবল ঘূর্ণিঝড় আসছে সুনামী
তবে কি মহাপ্রলয় আসন্ন এবার
হবে আবার জীবন্ত দহন সেদিন