ফলের আশায় গাছ লাগাইলাম
একদিন গাছ উঠবে ভরি ফলে ফুলে
একদিন ফল পাব গো সাই


আমি বহু সাধন করি
বহু আদর যতন করি
বড় করে তুলেছি তারে
একদিন জানি ফল পাব গোঁসাই


পাছে গাছে ঝড়ে উপড়ে না যায়
পাছে গাছে ঘুণপোকায় না খায়
আমি বহু যতনে আগলে রাখি তারে
একদিন ফল পাব এই আশায় মনে


আমার গোঁসাই বলে
ভাবনা কি এত দিনে রাতে
প্রতিদিন পথের পাশে কত ফুল ফোটে
কত ফুল কত ফল ঝড়ে রায় অকালে
কে তার হিসাব রাখে
হয় কি সকল উৎসর্গ সকল নৈবেদ্য


একদিন আমার সর্ব সাধন যায় বিফলে
একদিন আমার মানব জনম যায় বিফলে