এতদিনে সাধারণ মানুষও বুঝতে শিখেছে
সীমিত খাদ্য আর বাসস্থানের তত্ত্ব
বিশ্ব জুড়ে উদ্বাস্তু সমস্যার কারণ ভেদাভেদ
বাড়ি-গাড়ি-নারী জীবনের সব কিছু


সাধারণ মানুষ‌ও বুঝতে শিখেছে
যেকোনো মুহূর্তে পৃথিবীটা ধ্বংস হয়ে যেতে পারে
নিঃস্বাসের কোনো বিশ্বাস নেই
তাই যে কদিন বেঁচে আছি সুখে শান্তিতে
যেন সব কিছু ভোগ করে যেতে পারি


স্বার্থ সিদ্ধির জন্য‌ই এই মানব জীবন
মেলা পার্বন উৎসব নিজের আনন্দ‌ই সব
দরকার ছাড়া বাড়ি থেকে বেরলেই লস
খেয়ে পড়ে বেঁচে থাকার নাম‌ই জীবন


রোজ সকালে ঘুম ভেঙে উঠে দেখি কত মানুষ
কোথায় থেকে কোথায় পৌঁছে যাচ্ছে
গাড়ি ছুটছে বাইক ছুটছে মানুষ ছুটছে
সবাই যে যার প্রয়োজনে ছুটছে
কিন্তু আমার কোথাও যাওয়ার নেই


তবুও রোজ সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে যাই
নদীর পাড়ে খেলার মাঠে ঘুরতে যাই
পাঁকা রাস্তা ধরে বাসস্ট্যান্ডে ঘুরতে যাই
চায়ের দোকানে বসে দেখি কত মানুষ
সবাই আসছে যাচ্ছে নিজের নিজের প্রয়োজনে
কিন্তু আমার কোথাও যাওয়ার নেই


এই পৃথিবীতে আমার কোনো প্রয়োজন নেই
আমার সব প্রয়োজন ফুরিয়ে গেছে
আজ আমাকে কারো দরকার নেই
আমার‌ও কাউকে দরকার নেই
           _______