জীবনে কিছু করতে পারি কি না জানি না
তবুও এখনও হয়তো সময় আছে কিছু করার


এতদিন ধরে আমি যা করেছি
  না জেনে না বুঝে ইন্দ্রিয় সুখ
স্বার্থের ভালোবাসা আর শুধু চাওয়া পাওয়া
  আমার সব পাওয়া হয়ে গেছে আজ
যাকে জীবনের থেকে বেশি চেয়েছিলাম
  সে আমাকে কোনোদিন চায় নি
যার পিছনে এতদিন চলেছিলাম
  সে আমাকে কোনোদিন যেতে বলে নি


তবুও রোজ ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি
যদি কেউ যেতে বলে নিরুদ্দেশে
যদি কেউ রাস্তায় বেরিয়ে হারিয়ে যায়
যদি কোনো কুকুরের বাচ্চা ড্রেনে পড়ে থাকে
হাটে বাজারে ফুটপাতে যে বৃদ্ধ ভিখারী
অসহায় নারী পরিত্যক্ত শিশু পড়ে থাকে
তাদের জীর্ণ বসন শীর্ণ শরীর লোভাতুর দৃষ্টি
তাকাতে পারি না আমি


কি এক মহামারী ব্যাধিতে মানুষ মরছে অগণিত
তবুও মানুষ বুঝতে পারে না নিজের ভুল
বিশ্ব জুড়ে বন্যায় ভূমিকম্পে মানুষ মরছে অগণিত
তবুও যারা আজ দিকে দিকে উদ্বাস্তু
তাদের কথা কেউ ভাবছে না
ক্রমেই বেড়ে চলেছে দূরত্ব মানুষ আজ বিপন্ন
তবুও মানুষ নিজের ধ্বজা উড়িয়ে চলেছে
তাদের জন্য কি করতে পারি
         _________