ছোট বেলায় আমরা বন্ধুরা সবাই মিলে
টিউশন পড়তে যেতাম গ্রামের রাস্তা ধরে
নদীর পাড় ধরে কিছুটা দূর গিয়ে
অন্ধকারাচ্ছন্ন বৃহদাকার বটগাছটা দেখে
কোনো কোনো দিন একা যাওয়ার সময়
       ভয় পেয়ে যেতাম
বট গাছে নাকি গ্রামঠাকুর থাকে
ভগবান বিষ্ণু দেবাদিদেব মহাদেব থাকে
এই বটগাছের নিচে আমাদের মেলা হয়
বটগাছ নাকি কাঁটা যায় না?


এখন আর তেমন গ্রামের রাস্তার পাশে
উঁচু উঁচু শীমূল গাছ প্রকান্ড বটগাছ
   অশ্বস্থগাছ চোখে পড়ে না
গ্রামের রাস্তাও সিসি রোড হয়েছে এখন
সেই সঙ্গে শতবর্ষ প্রাচীন গাছগুলোও
     মানুষ কেটে ফেলেছে


আমাদের মাস্টার আমাদের বলতো
বটগাছ অমর বটগাছ আমাদের জাতীয় গাছ
তোমরাও বটগাছের মত হ‌ওয়ার চেষ্টা করবে
বটগাছের মত ক্লান্ত পথিক পশু পাখি সবাইকে
নীবিড় শীতল ছায়া দিয়ে
সব ক্লান্তি সব ক্লেশ দূর করার চেষ্টা করবে


যে গাছের থেকে অক্সিজেন নিয়ে
     আমরা বেঁচে থাকি
সেই গাছ‌ই আমাদের ঈশ্বর গ্রামদেবতা
তাই গাছের পূজা করা হোক
বট গাছের পূজা করা হোক
মহা ধুমধাম করে করা হোক বনমহোৎসব
একটি গাছ লাগান
অনেক প্রাণ বাচান
        _________