বিশ্ব কবি রবীন্দ্রনাথ , বিদ্রোহী কবি নজরুল
কবিতা লিখতে গিয়ে করেছি শত ভুল |
শিক্ষা নাই , দীক্ষা নাই , নাই কোনো গুরু কূল,
আমাকে করিও অর্পণ , তোমাদের বিদ্যা র যত মূল |


জগতে আছেন যত জ্ঞানী মহাজন , আর গুণ রথী ,
বিচার করে দেখলাম সবার ক্ষুদ্র আমি |
হেথায় – হোথায় খুঁজেছি আমি, পাবো এক সারথি
আমাকে বিভ্রান্ত করিল , আমারই এক প্রতিবেশী |
তাহারই ইঙ্গিতে নারীকে করেছি অসম্মান , করেছি কামে র দাসী ,
তাই জীবন যুদ্ধে হেরেছি শত , হইয়াছি বড় দুঃখী |


আজ বিদ্যা র টানে , বিদ্যা অর্জনে ,বিদ্যাঙ্গন করেছি কলুষিত ,
নারীকে করেছি ভোগের বস্তু , হইয়াছি মদে মত্ত |
দুঃখের সংসারে , সুখের সন্ধানে ,ছুটেছি অবিরাম ,
নিজেকে চিনতে পারিনি ,হে পরম পুরুষ , তুমি করো সমাধান |
হৃদয় আমার বিষণ্ণ , হইয়াছি বড় অস্থির .
জীবে প্রেম করিলে তুমি , করিবে কি স্থির |


তোমারই প্রসন্নে , তোমারই সৃষ্টি কে , দিচ্ছে আহুতি ,
কেমন করে দেখছ প্রভু , আমায় বলবে তুমি ?
তুমি যে মহান , সর্ব কার নং , সবকিছু তোমাতেই সম্মতি ,
আমি অধম , তোমাকে চিনতে , খুঁজেছি পথের সারথি |