অসস্র বার কেঁদেছি আমি তোমার হাত ধরে হাঁটবো বলে
বাবা চল্লিশ বছর কেটে গেলো,তবুও তোমাকে পারিনি  ভুলতে |
শেষ দেখাও হয়নি তোমার সনে ! অর্থের নিদারুণ পরিহাসে ,
তুমি বলতে সরছে বাটা ইলিশ, বড়োই ভালো লাগে, আনিস যদি বাজার থেকে.
হয়তো দুমুঠো খেতে পারতাম, মন এ কথা বলে |
জন্মেছি আমি গরিব ঘরে , বড় ভাগ্য করে ,
দুঃখ কে উপলব্ধি  করতে পারি , সমাধান স্রষ্টার হাতে |
অর্থের সন্ধানে বেরিয়ে গিয়েছিলাম দূরে, বাবা  তোমার স্বাদ যেন মেটে
দুদিন পরে, তুমিও গেলে চলে, পৃথিবীকে জানিয়ে বিদায়
মিথ্যা ছিল পথ যাত্রা , কি দোষ ছিল আমায় |
তুমি আবার এস আমার কাছে , সইতে পারি না এ ব্যথা |
অর্থ দিয়াছে স্রষ্টা , যেন না হয় বৃথা |
সায়ণে স্বপনে,  যদি তুমি দিতে মোর দেখা ,
তোমার কাছে প্রশ্ন ছিল , আমাকে করলে কেন একা |
আজ বুজি তুমি রয়েছো ভালো, হয়েছো আকাশের তারা,
মায়ের সাথে গল্পে মেতেছ, করবনা তোমায় মানা ,
তোমরা আমার কাছে টেনে নাও, সইতে পারি না এ ব্যাথা |
আজ তোমার মতো আমিও বাবা
বিলুপ্ত হয়েছে অর্থ উপজোনের ক্ষমতা, পুত্র বধূর কাছে আমি এক ওপাইয়া |