আঁধার সরায় দেখো কত
দীপের আলোক সারি,
এ ধরণী পরেছে আজ
রঙিন আলোর শাড়ি।


অন্ধকারে জ্বেলে আলো
ঘুচাও ভবের কালো,
এ ভুবনে উঠুক ফুটে    
নতুন ভোরের আলো।


অশুভ নাশ করে শুভর
বিকাশ ঘটাও মাগো,
মানব জীবন অন্যায় মুক্ত
করতে তুমি জাগো।


দীপের আলোক শিখা ডাকছে
তোমার পানে চেয়ে,
মাগো তুমি এসো আজ এই
ধরার বুকে ধেয়ে।


আজ তুমি মা এসো শ্যামা
আলোক সজ্জিত ধরায়,
কত মানুষ আজো হেথা
দুখীর জীবন কাটায়।