কবিতা আসেনা আমার মনে ,
পীড়া দেয় তাই প্রতিক্ষণে।
তেমন ভাবনা আসেনা মনে
আমার কবিতার সনে।


শব্দরা যেন মাথা খুঁড়ে মরে
দাঁড়িয়ে তারা ভাবে, কে বসবে কার পরে।
কখনো বা শব্দের মোহে পড়ে
কবিতার মাঝে বাক্যরা উঠে গড়ে।


শব্দরা পায়না খুঁজে ছন্দ,
তারা যেন নিজেরা ব্যস্ত, করতে সদাই দ্বন্দ্ব।
কবিতা হয়েছে তাই মন্দ,
আমার কবি সত্ত্বায় আছে যেন এক ধন্দ।


আজ কবিতার বড়ই করুণ দশা,
ভেঙেছে আমার কবি হওয়ার আশা।
তবু কেন যেন হয় মনে বাংলা ভাষা
মুছে দিতে পারে আমার মনের হতাশা।