বিলাসিতার জীবন ছাড়বে কেমনে ?
মোহতে ভরা জীবন বেঁধেছে তোমারে।
অসহায় মানুষেরা কাঁদছে আঁধারে ,
তারা হারিয়েছে সব জীবনে মরণে।
হারায়নি কিছুই যে কখনো জীবনে ,
বুঝবে কিভাবে বলো ব্যথা বলে কারে ?
জীবন কাটছে যার হাসিতে হুল্লোড়ে ,
কিভাবে জানাবে মুক্তি মায়ার বাঁধনে ?


নেতার দায়িত্ব নিয়ে তুমি আজ ধনী,
তোমারে মানুষ তাই করেনা বিশ্বাস।
জনতার নেতা তোলে জনতার ধ্বনি,
মানুষ পায়যে আশা বাঁচার আশ্বাস ।
আমরা সবাই নেতা একথাটা মানি ,
খোঁজ কেন তবে তারে ছেড়ে দীর্ঘশ্বাস ?