আমরা তো নই নগণ্য
হতে পারে চাহিদা আমাদের সামান্য।
আমাদের চাই ছোট একটি বাসস্থান,
সেই সঙ্গে একটি কর্মসংস্থান।
চাই একটু মানুষ হওয়ার শিক্ষা,
থাকবে যাতে সহনশীলতার দীক্ষা।
আমাদের চাই শরীর ও মনের চিকিৎসা,
যা দিয়ে পাই আমরা যেন জীবনের ভরসা।


আমরা তো নই নগণ্য,
সইবনা তাই লাগবে যেটা জঘন্য।
আজ যাকে লাগছে অতি সাধারণ ,
তাকেই পারি আমরা বানাতে অসাধারণ।
যদি আমাদের সাথে হয় অশালীন আচরন,
তবে আমরাই পারি হতে ভয়ের কারণ।
যারা ভাবছে নিজেদের অসাধারণ,
না মেনে আমাদের কোন বারণ।
রেখো জেনে আগামীতে হতে হবে তাদের চরম অপমান।