আজি এ আষাঢ় দিবসে ,
দিবাকর হীন ঘন আঁধার
ছেয়েছে পুরো জগৎ সংসার ।
বৃষ্টি তুলেছে বোল ঝমাঝম ঝিরঝির ,
আজ কেহ নাই ঘরের বাহির ।
ভীষণ গতিতে আজি বাতাস বয়ে যায় ,
ক্ষণে ক্ষণে আকাশের গায়ে
বিজলি চমকে যায় ।
এমনতর ঘোর বর্ষায় ,
ঘন ঘন মেঘ গর্জায় ।
বর্ষা স্নাত স্নিগ্ধ প্রকৃতি ,
মনের গভীরে দেয় কত দৃশ্যের পরিণতি ।
বয়ে চলে জলধারা  ,
কলকল রবে হয়ে আত্মহারা ।
সবুজের সাজে সেজেছে প্রকৃতি ,
আর যেন নেই করুণ মিনতি ,
বুকে আজি তার আষাঢ়ের গতি ।