ধরার বুকে এমন একটা বৃষ্টি নামুক,
যেন ভালোবাসা জন্ম নেয় প্রতিটি মানব মনে ।
পৃথিবীর টানে এমন একটা বৃষ্টি আসুক,
যেন মাঠ ভরে উঠে সবুজ ধানে ।


এমন একটি ঝড় উঠুক বিশ্বজুড়ে ,
ধুয়েমুছে নিয়ে যাক সব বিভেদ বৈষম্যের বেড়াজাল।
এমন একটি ঝড় হোক সজোরে ,
যেন ভেঙে চুরমার হয় সব স্বার্থের দেওয়াল।


এমন একটি প্লাবন হোক জগতে ,
যাতে ভেসে যাক দেশ কালের সব সীমানা ।
এমন একটি প্লাবন আসুক মহিতে ,
যার পলিতে বিকশিত হোক সব নূতন চিন্তা ভাবনা।


প্রকৃতির সক্রিয়তা দূর করুক সমাজের
যতসব ব্যাধি ,
এই হোক আমাদের অভিলাষ শেষ অবধি ।