একটি বছর শেষ করে মা
এলেন ধরার পরে,
শয়তান যেথায় চালায় শাসন
নিজের মতন করে।


বছর  বছর আসছ মাগো
ধরার বুকে নেমে,
তবু কেন যায়নি আজও
সব অনাচার থেমে ?


আজও বিশ্বে কত মানুষ
অনাহারে থাকে,
কষ্ট যাদের যায়না দেখা
জীবন নদীর বাঁকে।


তবু তোমায় ডাকছে তারা
একটু সুখের তরে,
তাদের প্রতি দৃষ্টি রেখো
সারা বছর ধরে।


মাগো তুমি দূর করে দাও
সব পাপাচার ভবের,
এ ভুবনে সকল মানব
পায় যেন কাজ নিজের।


মহিষাসুরমর্দিনী মা
দেবী দুর্গা তুমি,
সবার বিবেক জাগাও আজি
গড়তে পুণ্য ভূমি।


অভিমানে ভরা এ মন
যদি দেয় ব্যথা,
তবে মাগো করো ক্ষমা
বলবো না আর কথা।